সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ১

আরও তিন চোরাশিকারী নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2022, 04:07 PM
Updated : 2 Nov 2022, 04:07 PM

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে বনবিভাগ;এ সময় তার কাছ থেকে হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। 

বুধবার দুপুরে বনবিভাগের বুড়িগোয়ালিনী ও কোবাতক বন স্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গোলখালী এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ১৫ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া উদ্ধার করা হয়।

আটক আদম আলী ওই এলাকার জাফর আলী ঢালীর ছেলে।

বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) নূরে আলম বলেন, অভিযানের সময় বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে আরও তিন চোরাশিকারি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।   

এরা হলেন-শিকারী আমিরুল ঢালী, তার দুই ছেলে মিনহাজ ঢালী ও মুন্না ঢালী।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবল হোসেন চৌধুরী বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।