ভোটের মাঠেও অপ্রতিরোধ্য সাকিব

এই জেলার অপর আসন মাগুরা-২ তে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2024, 05:25 AM
Updated : 8 Jan 2024, 05:25 AM

প্রথমবারের মত রাজনীতির মাঠে খেলতে নামা সাকিব আল হাসান ভোটের লড়াইয়ে নৌকা প্রতীক নিয়ে জিতলেন বিরাট ব্যবধানে। 

মাগুরা-১ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে পৌনে দুই লাখের বেশি ভোট পেয়েছেন তিনি। 

এই জেলার অপর আসন মাগুরা-২ তেও বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার। 

রোববার রাত ১০টায় রিটানিং কর্মকর্তা ও মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ তার কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন। 

ফলাফলে দেখা যায়, মাগুরা-১ (শ্রীপুর ও মাগুরা সদরের একাংশ) আসনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশে কংগ্রেসে অ্যাডভোটে কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৯৭৩ ভোট। 

মাগুরা-২ (মহাম্মদপুর, শালিখা এবং মাগুরা সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শ্রী বীরেন শিকদার ১ লাখ ৫৬ হাজার ৪৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মুরাদ আলী পেয়েছেন ১৩ হাজার ২৬২টি ভোট।