পিরোজপুরে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

পনির ও তার স্ত্রী ধরে ফেললে কবির তাদের উপর হামলা চালায় এবং পনিরের স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয় বলে অভিযোগ স্থানীয়দের।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2023, 09:19 AM
Updated : 31 March 2023, 09:19 AM

 পিরোজপুর সদর উপজেলায় চুরি করার অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তি মারা গেছেন। নিহতের স্বজনের দাবি তাকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। 

নিহত কবির মৃধা (৩৮) ওই ইউনিয়নের বাদুরা গ্রামের মৃত কাদের মৃধার পুত্র। 

কবিরকে এলাকার ‘চিহ্নিত চোর’ দাবি করে শংকরপাশা ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন জানান, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে কবির বাদুরা গ্রামের পনির মৃধার বাড়িতে চুরি করার জন্য কৌশলে দরজা খুলে প্রবেশ করে। 

“পরে শব্দ পেয়ে পনির ও তার স্ত্রী শাহিদা বেগম কবিরকে ধরে ফেলে।তখন কবির তাদের উপর হামলা চালায় এবং পনিরের স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। 

“তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে কবিরকে ধরে গণপিটুনি দেয়।” 

পরে খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও দফাদার গুরুতর আহতাবস্থায় কবিরকে উদ্ধার করেন।

কবিরকে হাসপাতালে নেওয়ার পথে মল্লিক বাড়ি স্ট্যান্ডে আনা হলে সেখানে মারা যায় বলে জানান ইউপি চেয়ারম্যান স্বপন। 

এ দিকে আহত পনির ও তার স্ত্রী পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

তবে নিহত কবিরের মা রোজিনা বেগম অভিযোগ করেন, তার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। 

ছেলে হত্যার বিচার দাবি করে তিনি বলেন, “যদি আমার ছেলে চুরি করতে গিয়ে ধরা পড়ে তাহলে তাকে পুলিশে দেবে। পুলিশ বিচার করবে। কিন্তু তাকে পিটিয়ে হত্যা করবে কেন?” 

পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, নিহত কবির মৃধার নামে পিরোজপুর-বাগেরহাট জেলার বিভিন্ন থানায় ৬টি চুরির মামলা রয়েছে। 

খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ চুরিতে ব্যবহৃত শাবল, ছুরিসহ বেশ কিছু মালামাল উদ্ধার করেছে। 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।