দিনাজপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, ২০ যাত্রী আহত

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2024, 03:13 PM
Updated : 24 Feb 2024, 03:13 PM

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার বিকালে উপজেলার সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের বাদিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বীরগঞ্জ থানার এসআই মিষ্টার আলী।

আহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলায় মথুরাপুর গ্রামের জবাইদুর রহমানের স্ত্রী আকলিমা আকতার (৪২), একই উপজেলার বেগুনবাড়ী গ্রামের মহেনের ছেলে শংক উদীপ (৭০), রানীগঞ্জ গ্রামের মঙ্গলের স্ত্রী পুতুল (২৮), পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের মাহাবুবের মেয়ে মিনতি (৩০), একই এলাকার সোনারবাগ গ্রামের আমজাদের মেয়ে হাবিবা (১০), দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির-১ এলাকার দানেশ আলীর ছেলে নজরুল ইসলাম (৫৬), একই এলাকার বাঁশেরহাট গ্রামের মো. শামসুল (৩৫), খানসামা উপজেলার বাসিন্দা গোলাপী (২০), লিপি (৫০), আমেনা (১৩), বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের দলুয়া গ্রামের লামিয়া আকতার (১০) এবং সামিয়া আকতার (৭০)। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে এসআই মিষ্টার আলী বলেন, বিকাল ৫টার দিকে তহমিনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস দিনাজপুর থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আব্দুর রৌফ।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অমৃত সরকার জানান, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।