চাঁদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী নিহত

কচুয়া সড়কে কালিয়াপাড়া-হোসেনপুর গ্রামের মধ্যবর্তী বশির উল্লাহ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2024, 05:20 PM
Updated : 27 March 2024, 05:20 PM

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কচুয়া সড়কে কালিয়াপাড়া-হোসেনপুর গ্রামের মধ্যবর্তী বশির উল্লাহ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে শাহরাস্তি থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান।

নিহতরা হলেন- উপজেলার হোসেনপুর গ্রামের স্বর্ণকার পাড়ার বাসিন্দা আবুল কাশেম (৪৫) ও আব্দুর রব (৫৫)।

আহত কচুয়া উপজেলার বাসিন্দা আব্দুর রশিদ ও আশেক আলীর নাম জানা গেলেও অটোরিকশা চালকের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ব্যবসায়ী মো. শিশির সাংবাদিকদের বলেন, “ইফতারের পর বৃষ্টি শুরু হয়। ওই সময় পিকআপটি কচুয়ার দিকে এবং অটোরিকশাটি কালিয়াপাড়ার দিকে যাচ্ছিল। দুটি যানবাহনের সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শাহরাস্তি স্টেশনের স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালিদুর রহমান জিহাদ বলেন, “আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”

শাহরাস্তি থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, নিহতদের সুরতহাল তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।