সন্ধ্যায় কয়েক বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির পর রাতে একা পেয়ে সিয়ামকে ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
Published : 22 Oct 2023, 11:41 AM
পূর্ববিরোধ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির জেরে পাবনা শহরে কিশোরদের ছুরিকাঘাতে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার রাত ১১টার দিকে শহরের শান্তিনগর এলাকায় শহিদ আমিন উদ্দিন আইন কলেজের পাশের গলিতে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাবনা সদর থানার ওসি রওশন আলী।
নিহত মোস্তাফিজুর রহমান সিয়াম (১৫) পাবনা পৌর এলাকার পাওয়ার হাউজ পাড়ার মো. ইবরাহীমের ছেলে। সিয়াম পাবনা রাধানগর মজুমদার একাডেমির (আরএম একাডেমি) দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের বরাতে ওসি রওশন জানায়, শনিবার সন্ধ্যায় রাধানগর রথঘর এলাকায় সিয়ামের সঙ্গে তার বন্ধু সৈকত, আরিফসহ কয়েকজনের পূর্ববিরোধ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এ ঘটনার জেরে শান্তিনগর এলাকায় রাতে সিয়ামকে একা পেয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা । স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তবে স্থানীয়দের দাবি, সিয়াম লেখাপড়ায় নিয়মিত ছিল না। সিয়াম, সৈকত, আরিফ-রা ‘কিশোর গ্যাং’য়ের সদস্য। তারা বেশ কয়েকজন মিলে দলবল নিয়ে আড্ডা দিতো। তাদের নিজেদের মধ্যে ঝামেলায় এ হত্যাকাণ্ড হতে পারে।
পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।