দীর্ঘদিন ধরে তিনি কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন।
Published : 02 Mar 2024, 11:36 PM
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল আর নেই। দীর্ঘদিন ধরে তিনি কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন।
শনিবার রাত ৮টা ১৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে তার বড় ছেলে কাজী রাসেল জানিয়েছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।
জ্যেষ্ঠ সাংবাদিক মুরাদ আহমেদ জানান, দৈনিক খবর পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে সাংবাদিকতা শুরু করেন কাজী নাসির উদ্দিন বাবুল। পরে দৈনিক আজকের বার্তা নামে পত্রিকা প্রকাশ করেন।
শেষদিন পর্যন্ত ওই পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। বরিশাল প্রেসক্লাবের সভাপতি হিসেবে ১৪ বার ও একবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বাবুল।
দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগতে থাকা বাবুলকে একমাস আগে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হন; সেখানে বেশ কয়েক দিন লাইফ সাপোর্টেও ছিলেন।
রোববার জোহরের নামাজের পর নগরীর কাশিপুরে কাজীবাড়ী জামে মসজিদের সামনে কাজী বাবুলের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন ছেলে কাজী রাসেল।