বাড়ির আঙ্গিনায় খেলতে খেলতে এক পর্যায়ে শিশু দুটি নিখোঁজ হয়ে যায়।
Published : 28 Mar 2024, 10:10 PM
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার ফতেহপুর পূর্ব ইউনিয়নের ফরিদকান্দি গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে বলে মতলব উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন জানান।
নিহতরা হল- ওই গ্রামের বেপারী বাড়ির পারভেজ হাসানের ছেলে সামিউল (৪) ও মেয়ে সামিয়া (৩)।
শিশু দুটির স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মত বৃহস্পতিবার বিকালেও বাড়ির আঙ্গিনায় খেলছিল শিশু দুটি। এক পর্যায়ে সবার অগোচরে পুকুরে ডুবে যায় এরা।
বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে পারভেজ হাসানের দুই শিশু-সন্তানকে পুকুরের পানিতে দেখতে পান।
পরে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন বালা বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। তবে, ঘটনাটি যেহেতু উত্তর থানা এলাকায় তাই আইনগত ব্যবস্থা ওই থানা পুলিশই নেবে।
মতলব উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন বলেন, “এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”