২০২২ সালের ২৬ জানুয়ারি নিখোঁজের নয় দিন পর ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।
Published : 25 Mar 2024, 10:08 PM
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক কিশোরকে অপহরণের পর হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) সালাহ উদ্দিন সুইট।
মৃত্যুদণ্ড পাওয়া অপূর্ব চন্দ্র দাস (২১) সোনারগাঁ পৌরসভার ঋষিপাড়ার তপন চন্দ্র দাসের ছেলে।
মামলার বরাতে এপিপি সালাহ উদ্দিন জানান, ২০২২ সালের ২৬ জানুয়ারি জিয়ানগর এলাকার আবুল হোসেনের ছেলে ফয়সাল আহম্মেদ (১৭) নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তের এক পর্যায়ে দুজনকে আটক করে পুলিশ।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৪ ফেব্রুয়ারি সকালে অপূর্বের বাড়ির পাশের একটি খাল থেকে ফয়সালের লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।
এ ঘটনায় ফয়সালের মামা চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
সাক্ষ্যগ্রহণ শেষে একজনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান এপিপি সালাহ উদ্দিন।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।