হাসপাতালের আবাসিক সার্জন জানান, “প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে৷ ভর্তি রাখার প্রয়োজন হয়নি৷”
Published : 22 Mar 2024, 01:27 PM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘সিলিন্ডারের লিকেজ’ থেকে লাগা আগুনে দগ্ধ হয়েছেন দুই নারী। তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ।
দগ্ধ নারীরা হলেন- আইরিন (৩০) ও তার প্রতিবেশী জান্নাত (২৮)৷
আইরিনের স্বামী মো. রুবেল বলেন, সানারপাড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন তারা৷ রাতে রান্নার সময় সিলিন্ডারের লিকেজ থেকে জমা গ্যাসে আগুন ধরে যায়৷ এ সময় রান্নাঘরে থাকা তার স্ত্রী ও এক প্রতিবেশী নারী দগ্ধ হন৷
পরে তাদের দ্রুত রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
এ হাসপাতালের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, “আইরিন ও জান্নাতের শরীরের যথাক্রমে দুই শতাংশ ও ১০ শতাংশ দগ্ধ হয়েছে৷ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে৷ ভর্তি রাখার প্রয়োজন হয়নি৷”
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফখর উদ্দিন আহাম্মদ জানান, আগুন লেগেছে এমন খবরে কাছাকাছি থাকা ডেমরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে৷