ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস উল্টে একজনের মৃত্যু

আহত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2022, 07:38 AM
Updated : 8 August 2022, 07:38 AM

মাদারীপুরের শিবচর উপজেলায় মাইক্রোবাস উল্টে একজনের প্রাণ গেছে। আহত হয়েছেন চালকসহ আরও পাঁচজন।

রোববার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবচর হাইওয়ে থানার ওসি গাজী সাখাওয়াত হোসেন জানান।

মৃত ব্যক্তির নাম সাদিউজ্জামান। তার বয়স ৪০ বছর।

আহতরা হলেন-মাইক্রোবাসের যাত্রী কনা (৪৫), সালমা বেগম (৪৫), নুরজাহান বেগম (৫০) ও সীমা (৫০)। চালক বয়স ২৫ বছর বলে পুলিশ জানালেও তার নাম জানা যায়নি।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি বলেন, মাইক্রোবাসটি বরগুনা থেকে ঢাকার ধানমন্ডি যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি উল্টে গেলে মাসাদিউজ্জামান ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে গাড়ির ভেতর থেকে হতাহতদের উদ্ধার করে।

দ্রুতগতির কারণে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।

তিনি জানান, সোমবার সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করেছে।