এ ঘটনায় অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন বলে জানায় পুলিশ।
Published : 08 Feb 2024, 09:18 PM
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী।
বৃহস্পতিবার বিকালে উপজেলার হরিদেবপুর-শাখারিয়া আঞ্চলিক সড়কে আমখোলা ইউনিয়নের বাশবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে গলাচিপা থানার ওসি মো. ফেরদৌস আলম খান জানান।
নিহতরা হলেন- উপজেলার গজালিয়া গ্রামের মো. রাহাত (২৩) ও বেল্লাল হোসেন (২১)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে উপজেলার হরিদেবপুর বাসস্ট্যান্ড থেকে ইমরান পরিবহনের একটি বাস পটুয়াখালীর দিকে যাচ্ছিল। বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন।
পথে বিপরীত দিক থেকে আসা অপর বাসকে সাইট দিতে গিয়ে ইমরান পরিবহনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। আহত হন অন্তত ২০ যাত্রী।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান ওসি।
খবর পেয়ে পুলিশ ও পটুয়াখালী ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীর সহায়তায় উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন বলে জানান তিনি।