সোহেল মাস্টার্স পরীক্ষা দেওয়ার অন্য কয়েকজনের সঙ্গে ইজিবাইকে লালমনিরহাট যাচ্ছিলেন।
Published : 29 Feb 2024, 03:26 PM
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কভার্ড ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকের আরও পাঁচ যাত্রী।
বৃহস্পতিবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা ওয়াবদা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির।
নিহত সোহেল রানা (২৫) উপজেলার ভোটমারী শৌলমারি গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। তিনি কাকিনার উত্তর বাংলা কলেজ থেকে মাস্টার্সের পরীক্ষার্থী ছিলেন।
ওসি ইমতিয়াজ জানান, বৃহস্পতিবার সোহেল মাস্টার্স পরীক্ষা দেওয়ার অন্য কয়েকজনের সঙ্গে ইজিবাইকে লালমনিরহাট যাচ্ছিলেন। পথে কাকিনা ওয়াবদা বাজার এলাকায় তাদের ইজিবাইকের সঙ্গে একটি কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সোহেল মারা যান।”
এসময় ইজিবাইকে থাকা আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার রংপুর ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় কভার্ড ভ্যানের ড্রাইভারকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।