ইলিশা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, জেলের লাশ উদ্ধার

স্থানীয়দের ধারণা, ঢাকা-বরিশাল রুটের কোনো একটি লঞ্চ এ ঘটনা ঘটিয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2022, 03:43 PM
Updated : 1 Oct 2022, 03:43 PM

ভোলার ইলিশা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে মেঘনার কন্দ্কপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কোস্ট গার্ড দক্ষিণ জোনের গণমাধ্যম শাখার কর্মকর্তা লেফটেন্যান্ট শাফিউল কিঞ্জল জানান।

নিহত কামাল জমাদ্দার ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কন্দ্কপুর গ্রামের বাসিন্দা।

লেফটেন্যান্ট শাফিউল জানান, শুক্রবার রাত ৩টার দিকে মেঘনা নদীর শাখা ইলিশা নদীতে মাছ ধরার সময় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় দুই জেলেসহ একটি নৌকা ডুবে যায়।

“এ সময় পাশের অন্য নৌকার জেলেরা ইউছুফ নামের এক জেলেকে উদ্ধার করলেও কামাল নিখোঁজ ছিলেন। কোস্ট গার্ডের সদস্যদের দিনভর চেষ্টায় শনিবার দুপুরে মেঘনা নদীর কন্দকপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতিতে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

কোস্ট গার্ডের কর্মকর্তা আরও জানান, ঘটনাটি গভীর রাতে হওয়ায় ধাক্কা দেওয়া যাত্রীবাহী লঞ্চের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তবে স্থানীয়দের ধারণা, ঢাকা-বরিশাল রুটের কোনো একটি লঞ্চ এ ঘটনা ঘটিয়েছে।