নেত্রকোণায় স্বস্তির বৃষ্টি

টানা তাপপ্রবাহের পর বৃষ্টির দেখা পেয়েছেন নেত্রকোণাবাসী।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2023, 03:19 PM
Updated : 20 April 2023, 03:19 PM

টানা মৃদু দাবদাহের পর নেত্রকোণায় বৃষ্টির দেখা মিলেছে। সেইসঙ্গে বইছে দমকা হাওয়া। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে শহরে বৃষ্টি শুরু হয়। 

এ ছাড়া বিকালে জেলার খালিয়াজুরী উপজেলায় শিলাসহ বৃষ্টি ও কেন্দুয়ায় বৃষ্টির খবর পাওয়া গেছে। 

গত ১২ দিন ধরে জেলাজুড়ে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি নাগাদ ওঠা-নামা করে বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মাদ নুরুজ্জামান।

এদিকে, দাবদাহ চলা দিনগুলোতে বাতাসে আর্দ্রতা কম থাকায় তীব্র গরম অনুভূত হচ্ছিল।  

সোমবার বিকালে বারহাট্টা উপজেলার রায়মাধব গ্রামে প্রখর রোদে ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে এক কৃষকের মৃত্যু হয় বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান।

তাছাড়া জনজীবনে নেমে এসেছিল স্থবিরতা। দরকারি কাজ ছাড়া সহজে কেউ ঘর থেকে বের হচ্ছিলেন না। ভর বোরো মওসুমের বর্তমান এই সময়ে হাওরের ধান কাটায় কৃষকেরা গরমে দুর্ভোগ পোহাচ্ছিলেন। 

এদিকে, সন্ধ্যায় বৃষ্টি শুরু হওয়ার মিনিট দশেক আগে আকাশে মেঘের গর্জন শুরু হলে শহরের মানুষ যারা বাইরে ছিলেন তাদের দ্রুত বাসায় ফিরতে দেখা গেছে। 

নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব হাবিবুর রহমান বলেন, “এই বৃষ্টি আমাদের অনেক কাঙ্ক্ষিত ছিল। গরমে শিশু ও বয়স্করা খুবই কষ্টে পড়েছিল। রোজা রাখা মানুষরাও কষ্টে দিন পার করছিল। 

“আজকের এই বৃষ্টির শীতল পরশ আমাদের কিছুটা স্বস্তি দিয়েছে।”