বিয়ের একদিন পর যুবকের গলাকাটা লাশ মরিচ ক্ষেতে

“ফজরের সময় ছেলে আর বউকে পুকুর পাড়ে দেখে আমি মসজিদে গিয়েছি। ফিরে এসে দেখি মরিচ ক্ষেতে ছেলের লাশ পড়ে আছে।”

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2024, 12:02 PM
Updated : 6 Feb 2024, 12:02 PM

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বিয়ের একদিন পর নিজ বাড়ির পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর এলাকার মরিচ ক্ষেত থেকে মো. ওমর আলীর গলাকাটা লাশ উদ্ধারের খবর জানান মহিপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার।

নিহত ২৫ বছর বয়সী ওমর আলী ওই এলাকার শাহজাহান ফরাজির ছেলে।

ওসি বলেন, রোববার বিকালে লতাচাপলী ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহ আলমের মেয়ে রুকাইয়ার (১৮) সঙ্গে ওমরের বিয়ে হয়। সোমবার সন্ধ্যায় কনের বাড়িতে বৌভাত শেষে নববধূকে বরের বাড়িতে আনা হয় এবং রাতে ঘুমিয়ে পড়েন তারা।

ভোরে নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হন ওমর। সকাল ৭টার দিকে স্থানীয়রা মরিচ ক্ষেতে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

নিহতের বাবা শাহজাহান ফরাজী বলেন, “ফজরের সময় ছেলে আর বউকে পুকুর পাড়ে দেখে আমি মসজিদে গিয়েছি। ফিরে এসে দেখি মরিচ ক্ষেতে ছেলের লাশ পড়ে আছে।”

ঘটনাস্থল থেকে একটি দেশীয় দা উদ্ধারের খবরও জানিয়েছেন ওসি। সেটি ওমরের বাবার খেজুর গাছ কাটার কাজে ব্যবহার হয় বলে নিশ্চিত করেছেন তিনি।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেন জানান এ পুলিশ কর্মকর্তা।