কেনাকাটায় অনিয়ম: পশ্চিমাঞ্চল রেল কার্যালয়ে দুদকের অভিযান

“তিনটি আইটেম কেনাকাটায় প্রায় তিন কোটি টাকার অনিয়ম নজরে এসেছে।”

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2024, 01:22 PM
Updated : 28 March 2024, 01:22 PM

মালামাল কেনাকাটায় প্রায় তিন কোটি টাকার অনিয়মের অভিযোগ অনুসন্ধানে রাজশাহীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপনা পরিচালক কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। 

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে দুদকের পাঁচ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। 

পরে আমির হোসাইন সাংবাদিকদের বলেন, “২০১৮-১৯ অর্থবছরে বিভিন্ন মালামাল ক্রয় সংক্রান্ত কেনাকাটায় অডিট আপত্তি উঠেছে। বিশেষ করে তিনটি আইটেম কেনাকাটায় প্রায় তিন কোটি টাকার অনিয়ম নজরে এসেছে। 

“বিষয়টি অনুসন্ধানের জন্য এ অভিযান পরিচালনা করা হয়। আমরা সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেছি। পরবর্তীতে রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশনে পাঠানো হবে”, বলেন আমির হোসাইন। 

এ ব্যাপারে জানতে চাইলে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “কেনাকাটার ক্ষেত্রে নিয়ম বহির্ভূত কিছু হয়েছে কি-না দুদক সে বিষয়টি তদন্ত করছে। তাদের চাহিদা মত কিছু কাগজপত্র দেওয়া হয়েছে। বাকিগুলো সংগ্রহ করেছি। রোববার সেগুলো দিতে পারব।”