পৌষ সংক্রান্তিতে মাছের মেলা

পৌষ সংক্রান্তিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমে উঠেছে মাছের মেলা। আর মেলাজুড়ে উঠেছে দেশীয় প্রজাতির বড় বড় মাছ। এসব মাছ দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছেন মেলায়। এখানে উঠেছে রুই, কাতল, চিতল, বোয়াল, মৃগেল, বাঘা আইড়, আইড়, কালি বাউসসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। এ ছাড়া হাওর থেকে ধরা ছোট প্রজাতির কৈ, পাবদা, শিং, মাগুর, টেংরা, চিংড়ি, মেনি, রানী, লাছসহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ রয়েছে এখানে। এবারের মেলায় হাওরের পাশাপাশি সাগরের মাছেরও সন্নিবেশ ঘটেছে। রয়েছে শাপলাপাতা, টুনা, চাপা সুরমা, পোয়া, বাঘা চিংড়িসহ বিভিন্ন জাতের সামুদ্রিক মাছ। এ মেলায় মাছ ছাড়াও মাছ কাটা, ধরার বিভিন্ন সামগ্রীও পাওয়া যাচ্ছে। মেলায় সংযুক্ত করা হয়েছে শিশু-কিশোরদের বিভিন্ন রাইডস। এই মেলা এলাকার সংস্কৃতি। মৎস্য ব্যবসায়ীরা প্রতিযোগিতা করে মেলায় বড় মাছ আনেন। যা কিনতে ও দেখতে ভিড় করেন ক্রেতা ও উৎসুক মানুষ।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2024, 03:14 PM
Updated : 14 Jan 2024, 03:14 PM