এই যুবককে ৩/৪ দিন আগে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
Published : 26 Dec 2022, 06:24 PM
সিলেটের সুরমা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে কাজির বাজার সেতুর নিচে লাশটি পাওয়া যায় বলে দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল ইসলাম তালুকদার জানান।
আনুমানিক ৩০ বছর বয়সী এই যুবককে ৩/৪ দিন আগে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
ওসি কামরুল ইসলাম তালুকদার জানান, দুপুর ১টার দিকে স্থানীয়রা কাজির বাজার সেতুর নিচে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে দক্ষিণ সুরমা থানায় জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি বস্তাবন্দি অবস্থায় সেতুর নিচে পানিতে ভাসমান ছিল।
তিন থেকে চারদিন আগে ওই যুবককে হত্যা করা হয় বলে ধারণা করে ওসি বলেন, তার পরিচয় ও ‘হত্যাকারীদের’ শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।