দেশের আইন ব্যবস্থায় কিছু ত্রুটি আছে, সংশোধন প্রয়োজন: প্রধান বিচারপতি

বাংলাদেশে সিভিল প্রসিডিটর কোডসহ অন্যান্য আইন সংস্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2024, 08:06 PM
Updated : 17 March 2024, 08:06 PM

দেশের আইন ব্যবস্থায় কিছু ত্রুটি রয়েছে জানিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, “ত্রুটিগুলো সংশোধন করে যুগোপযোগী আইন প্রণয়নে সরকারের দায়িত্ব রয়েছে।”

রোববার বিকালে নেত্রকোণা পৌরসভা ও নাগরিক কমিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ ব্যাপারে সরকারের মন্ত্রী, সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় মামলাজট কমাতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে প্রধান বিচারপতি বলেন, “পৃথিবীর বিভিন্ন দেশে সিভিল প্রসিডিটর কোড যুগোপযোগী করে আপডেট করা হয়েছে।”

বাংলাদেশেও সিভিল প্রসিডিটর কোড সহ অন্যান্য আইন সংস্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

নেত্রকোণা পৌরসভার মেয়র ও নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, সংসদ সদস্য অসীম কুমার উকিল, সাজ্জাদুল হাসান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান শেফালি, জাকিয়া মনি, বিচারপতি কামরুল কাদের, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম কবির, জেলা প্রশাসক শাহেদ আহমেদ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়।

এ ছাড়া সরকারের বিচার বিভাগ, নির্বাহী বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]