নেত্রকোণায় জমির বিরোধে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

২ ফেব্রুয়ারি মিলন মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2024, 05:47 PM
Updated : 10 Feb 2024, 05:47 PM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় জমির বিরোধে খুনের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার ভোরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১৪, ময়মনসিংহ ব্যাটালিয়নের উপ-পরিচালক (অপারেশন্স) মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান।

গ্রেপ্তার সোহেল মিয়া (২১) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নগুয়া বাউরতলা গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে র‌্যাব জানায়, নগুয়া বাউরতলা গ্রামের মিলন মিয়ার (৫০) সঙ্গে তার মামাতো ভাই রাশিদ, রাশিদের ছেলে সোহেল ও মামুনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ, মামলা চলে আসছে। 

২ ফেব্রুয়ারি সকালে মিলন মিয়া বিরোধপূর্ণ জমিতে কাজ করছিলেন। এ সময় সোহেল মিয়াসহ লোকজন গিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মিলন মিয়াকে গুরুতর আহত করেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরদিন মিলন মিয়ার স্ত্রী মোছা. সোমা খাতুন বাদী হয়ে সোহেল, মামুন ও রাশিদসহ চারজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।

মামলার পর পুলিশের পাশাপাশি র‌্যাব-১৪ ঘটনার ছায়া-তদন্ত শুরু করে জানিয়ে র‌্যাব জানায়, সন্ধ্যায় গ্রেপ্তার সোহেলকে থানায় হস্তান্তর করা হয়েছে।