মাগুরার মহম্মদপুরে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু

একজন গমক্ষেতে, আরেক জন ধানক্ষেতে গিয়ে বজ্রপাতের শিকার হন।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2024, 01:30 PM
Updated : 28 March 2024, 01:30 PM

মাগুরার মহম্মদপুর উপজেলায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার বিনোদপুর  ইউনিয়নের কানুটিয়া ও চরপাড়া এলাকায় পৃথক বজ্রপাতের ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বিশ্বাস জানান।

নিহতরা হলেন- কানুটিয়ার কৃষক মীর্জা জালাল উদ্দীন বেগের ছেলে মীর্জা মুহিত বেগ তন্ময় (২২) ও চরপাড়া গ্রামের মো. আফরান শেখের ছেলে মো. উমেদ আলী শেখ (২০)।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বিকাল পৌনে ৪টার দিকে বৃষ্টির আশঙ্কা দেখে হাফেজ মুহিত বেগ তন্ময় জমিনে কেটে রাখা গম আনতে মাঠে যান। একই সময় চরপাড়ার মাঠে উমেদ আলী শেখ ধানক্ষেতে সেচ দিচ্ছিলেন। তখন বজ্রপাতে ওই দুজন আহত হন। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মুহিতের বড়ভাই মির্জা তুষার বেগ জানান, হাফেজি শেষ করে মুহিত তন্ময় ঢাকার একটি মাদ্রাসায় পড়ালেখা করতেন। রোজার ছুটিতে বাড়ি এসে তিনি স্থানীয় মসজিদে তারাবির নামাজের ইমামতি করছিলেন।

মহম্মদপুর থানার ওসি বোরহানুল ইসলাম জানান, নিহত দুই যুবকের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।