বৃহস্পতিবার থেকে নামবে রাজশাহীর আম

কোনো বাগানে নির্ধারিত সময়ের আগেই আম পাকলে তা জেলা প্রশাসনকে অবহিত করতে হবে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2023, 03:08 PM
Updated : 3 May 2023, 03:08 PM

রাজশাহীতে আম পাড়ার সময়সীমা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার গাছ থেকে আম নামাতে পারবেন চাষি ও ব্যবসায়ীরা। 

বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় আম নামানোর তারিখ নির্ধারণ করা হয়েছে। 

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, এ বছরের সব ধরনের গুটি জাতের আম নামানো যাবে ৪ মে থেকে। আর উন্নত জাতের আমের মধ্যে গোপালভোগ ১৫ মে, লক্ষ্মণভোগ ও রাণীপছন্দ ২০ মে এবং হিমসাগর বা খিরসাপাত ২৫ মে থেকে নামিয়ে হাটে বিক্রি করতে পারবেন চাষিরা।

এ ছাড়া ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে ফজলি, ১০ জুন থেকে আম্রপালি এবং ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারি আম-৪ নামানো যাবে বলে জানান জেলা প্রশাসক। 

তবে কোনো বাগানে নির্ধারিত সময়ের আগেই আম পাকলে তা নামানোর জন্য প্রশাসনকে অবহিত করতে হবে বলেও জানান শামীম আহমেদ।