আটকদের মধ্যে আতিকুলের বিরুদ্ধে আটটি এবং লতিফের বিরুদ্ধে দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
Published : 13 Feb 2024, 01:58 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ১৬০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের মাদক কারবারি বলছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের গোলচত্বর এলাকা থেকে মাদকগুলো উদ্ধার করা হয় বলে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি জুলহাজ উদ্দীন জানান।
আটকরা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বাড়াইপাড়ার কালু সেখের ছেলে আতিকুল ইসলাম (৪০), নারায়ণগঞ্জের সৈয়দপুর আলামিন নগরের আক্কাস মিয়ার ছেলে অপু মিয়া (৩৩), সিরাজগঞ্জ সদরের ঘোড়াচড়া পূর্বপাড়ার ফজল সেখের ছেলে নাজমুল সেখ (২৬) ও কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের মাজেম আলীর ছেলে আব্দুল লতিফ সেখ (৫১)।
ওসি বলেন, “ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তল্লাশি করে পুলিশ। এ সময় গাড়ির পেছনের অংশ থেকে বস্তার ভেতরে থাকা ১৬০ কেজি গাঁজা উদ্ধার এবং চার মাদক কারবারিকে আটক করা হয়।
“আটকদের মধ্যে আতিকুলের বিরুদ্ধে আটটি এবং লতিফের বিরুদ্ধে দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।”
গাঁজা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে নতুন করে একটি মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।