‘ধাক্কা দিয়ে’ সরকারকে ফেলা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

“শেখ হাসিনা সরকার হিমালয় পর্বতের মতো, হিমালয় পর্বতকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সম্ভব নয়,” বলেন তিনি।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2023, 05:48 PM
Updated : 11 March 2023, 05:48 PM

বর্তমান সরকারের ভীতকে হিমালয় পর্বতের সঙ্গে তুলনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, “নতুন প্রজন্মের জানা দরকার, কে শত্রু, কে মিত্র। তাকে যদি না চিনতে পারি, ভুল করব, ক্ষতিগ্রস্ত হব। আজও সেই পাঁয়তারা চলছে- কিভাবে শেখ হাসিনার সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিবে।

“ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মত এতো ভঙ্গুর শেখ হাসিনা সরকার নয়; এটা হিমালয় পর্বত, হিমালয় পর্বতকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সম্ভব নয়।”

শনিবার সন্ধ্যার পর মানিকগঞ্জের হরিরামপুরে গোলাম মহীউদ্দীন কমল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতা করছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

বিএনপির দিকে ইঙ্গিত করে জাহিদ মালেক বলেন, “আবার বলে, আওয়ামী লীগের লোক এ দেশ থেকে পালিয়ে যাবে। যারা এ দেশ স্বাধীন করেছে, যারা রক্ত দিয়েছে- তারা কোথায় পালিয়ে যাবে? পালাবে রাজাকার আলবদর, যারা এ দেশের স্বাধীনতা চায়নি।”

কোভিড মহামারী মোকাবিলায় সরকার প্রধানের ভূমিকার কথা তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “শেখ হাসিনা ভ্যাকসিন হিরো, যা বিশ্বের কোনও প্রধানমন্ত্রী হননি। দেশের ৯৮ শতাংশ জনগণ ভ্যাকসিনের আওতায় এসেছে।”

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পিয়াস চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, সিংগাইর উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নান, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান, প্রধান শিক্ষক কোহিনূর আক্তার।

এর আগে ওই বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং রাবেয়া গোলজার স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী।