সেমিপাকা টিনশেড ভবনের একটি ঘরে আগুন লেগে দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
Published : 04 Mar 2024, 07:38 PM
গাজীপুর নগরে আগুন লেগে মালামালসহ আটটি ঘর পুড়ে গেছে।
সোমবার দুপুরে লক্ষ্মীপুরা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আরেফিন বলেন, লক্ষ্মীপুরা এলাকার ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাবেদ আলীর অফিসের পাশে সেমিপাকা টিনশেড ভবনের একটি ঘরে আগুন লাগে। পরে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে।
“বেলা ২টা ৪৩ মিনিটে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে ৩টা ১০ মিনিটে তা নিয়ন্ত্রণে আসে।”
বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তার।
তিনি বলেন, “আগুনে টিভি, ফ্রিজ ও ল্যাপটপসহ বিভিন্ন মালামালের সঙ্গে আটটি বসতঘর পুড়ে গেছে।”