প্রধান বিচারপতি বললেন, ‘ভোট ভালো হচ্ছে’

“আমি আশা করি প্রত্যেক নাগরিকই তার ভোটাধিকার প্রয়োগ করবেন।“

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2024, 10:05 AM
Updated : 7 Jan 2024, 10:05 AM

নেত্রকোণায় নিজে ভোট দিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ভোট ভালো হচ্ছে।

রোববার দুপুরে নেত্রকোণা- ৪ আসনের মোহনগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে স্ত্রীকে নিয়ে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

প্রধান বিচারপতি বলেন, ‍‍“ভালো ভোট হচ্ছে বলে মনে হয়। এই মাত্র আমি আমার স্ত্রীসহ ভোটাধিকার প্রয়োগ করে আসছি। ওখানে জিজ্ঞেস করে জানতে পারলাম, এখন পর্যন্ত ৫০ শতাংশ ভোট পড়েছে। আরও সময় আছে। আরও ভোট কাস্ট হবে। “

তিনি আরও বলেন, ‍“নেত্রকোণা জেলায় যা দেখলাম শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। জেলা প্রশাসক, জেলা জজ বললেন, শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। ভোটাধিকার প্রত্যেক নাগরিকের দায়িত্ব। আমি আশা করি প্রত্যেক নাগরিকই তার ভোটাধিকার প্রয়োগ করবেন।“

এর আগে সকালে ঢাকা থেকে রওয়ানা দিয়ে নেত্রকোণায় পৌঁছান প্রধান বিচারপতি।

মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী উপজেলা নিয়ে গঠিত ওই আসনে প্রধান বিচারপতি ছোটভাই প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান নৌকা প্রতীক নিয়ে লড়ছেন।