সিলেটে সীমান্ত থেকে উদ্ধার কোটি টাকার মাদক ধ্বংস

এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2022, 09:13 AM
Updated : 24 Nov 2022, 09:13 AM

সিলেটের সীমান্ত থেকে বিভিন্ন সময়ে উদ্ধার ভারতীয় মদ ও ইয়াবাসহ প্রায় ২১ কোটি টাকার বেশি মূল্যের মাদক ধ্বংস করেছে বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের ১৯ ও ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এই মাদক ধ্বংসের কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির উপ-মহাপরিচালক সেলিম হাসান।

ধ্বংস করা মাদকের আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার টাকা জানিয়ে তিনি বলেন, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে বিজিবির তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

মাদকগুলোর মধ্যে ৬৫ হাজার ৬০১ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ, নয় হাজার ৫৬৭ বোতল ফেন্সিডিল, পাঁচ হাজার ৮৬ টি ইয়াবা রয়েছে। ২০২১ সালের ১ মার্চ থেকে চলতি বছরের ৪ অক্টোবর পর্যন্ত সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে এসব মাদক জব্দ করে বিজিবি।

সিলেটের বিভাগীয় কমিশনার মোশাররফ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক।