পরিবার ও স্থানীয়দের দাবি, সুমন মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবক৷
Published : 03 Nov 2023, 01:46 PM
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় তার ছেলেকে আটক করেছে পুলিশ৷
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন উকিলবাড়ি এলাকায় এ হত্যার ঘটনা ঘটে৷
ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশে খবর দিলে রক্তমাখা বটিসহ ঘরে শুয়ে থাকা যুবককে আটক করা হয় বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম।
৫৫ বছর বয়সী মধুমালা বেগম উকিলবাড়ি এলাকার নুরু ইসলামের স্ত্রী৷ বাড়ির পাশেই একটি খাবার হোটেল চালাতেন এ দম্পতি৷
মো. সুমন (৩৫) তাদের চার সন্তানের মধ্যে দ্বিতীয়৷ পরিবার ও স্থানীয়দের দাবি, সুমন মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবক৷
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, বৃহস্পতিবার রাতে মায়ের কাছে টাকা চান সুমন। ছেলে মাদক কিনতে পারে, তাই টাকা দিতে নারাজ ছিলেন মধুমালা বেগম।
“এ নিয়ে তর্কের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘর থেকে বটি এনে মাকে এলোপাথাড়ি কোপায় সুমন। ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হলে সুমন রক্তমাখা বটি হাতে নিয়ে ঘরে গিয়ে খাটে শুয়ে থাকে৷”
খবর পেয়ে পুলিশ তাকে আটক করে ও নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়৷
এ ঘটনায় শুক্রবার বেলা ১২টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি; তবে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ওসি নূরে আযম বলেন, “পরিবারের লোকজন সুমনকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে৷”