দুই দেয়ালের মাঝে গরু, উদ্ধার করল ফায়ার সার্ভিস

চড়তে চড়তে এক পর্যায়ে শহরের বাগানবাড়ি এলাকায় একটি বাড়ির ভবন ও সীমানা দেওয়ালের মাঝে আটকে যায় গরুটি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2022, 01:23 PM
Updated : 7 Dec 2022, 01:23 PM

ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়ায় দুটি দেয়ালের মাঝখানে আটকে পড়া একটি গরু উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

বুধবার সকালে মুন্সেফপাড়া থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়।

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রিদওয়ান আনসারি রিমো জানান, তাদের দুটি গরু সকালে ঘাস খাওয়ার জন্য বাড়ির পিছনে ছেড়ে দেওয়া হয়। এর মধ্যে একটি গরু হারিয়ে যায়। পরে তিনি শহরের বিভিন্ন জায়গায় গরুটি খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে সকাল ৯টার দিকে জানতে পারেন একটি গরু বাগানবাড়ি এলাকায় একটি বাড়ির ভবন ও সীমানা দেওয়ালের মাঝে আটকে আছে।

“পরে ৯৯৯ কল করা হয়। একটু পরেই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দেয়াল কেটে অক্ষত অবস্হায় গরুটিকে উদ্ধার করেন।” 

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার এহসান উল আলম জানান, সকালে ৯৯৯ কল পেয়ে জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় একটি বাড়ির দেয়ালের মাঝখান থেকে দেয়াল ভেঙে গরুটিকে উদ্ধার করা হয়। গরুটি সুস্থ আছে।