স্বাধীনতা দিবসে শেরপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

অনুষ্ঠানে শেরপুর জেলার ২৮০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যকে উপহার ও ইফতার প্রদান করা হয়।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2023, 02:01 PM
Updated : 26 March 2023, 02:01 PM

স্বাধীনতা ও জাতীয় দিবসে শেরপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।

রোববার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের রজনীগন্ধা ফুল দিয়ে এবং ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেন আয়োজকরা। পরে মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে শেরপুর জেলার ২৮০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যকে উপহার ও ইফতার প্রদান করা হয়।

জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠঅনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, পুলিশ সুপার কামরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ জেড মোরশেদ আলী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার আবু সালেহ মোহাম্মদ নুরুল ইসলাম হিরো, মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোখলেসুর রহমান আকন্দ বক্তব্য রাখেন।