গোপালগঞ্জে সড়কে ঝড়ল দুই প্রাণ

পুলিশ জানায়, আহত চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2024, 08:18 AM
Updated : 11 March 2024, 08:18 AM

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চারজন।

সোমবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার ভাটিয়াপাড়া ও ধুসর এলাকায় এসব ঘটনা ঘটে বলে কাশিয়ানী হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান।

নিহতরা হলেন- নড়াইলের লোহাগাড়া উপজেলার রায় গ্রামের ইউসুফ মোল্লার ছেলে সোহাগ মোল্লা (২৫) এবং কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের সামাদ মোল্লার ছেলে কুদ্দুছ মোল্লা (৫৫) । সোহাগ প্রাইভেট কারের চালক এবং কুদ্দুছ ভ্যান চালক ছিলেন।

পরিদর্শক আবুল হাসেম বলেন, ঢাকা থেকে পিরোজপুরগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

“এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক সোহাগ মোল্লা নিহত হন ও গাড়িতে থাকা একই পরিবারের চার যাত্রী আহত হন।”

তিনি বলেন, একই মহাসড়কে সকাল সাড়ে ৯টার দিকে ধুসর এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের চালক কুদ্দুছ মোল্লা মারাত্মক আহত অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

“আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।