গাইবান্ধায় হ্যালোর শিশু সাংবাদিকতা কর্মশালা শুরু

কর্মশালায় জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সী ২০ শিশু অংশ নিয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2023, 11:24 AM
Updated : 7 Dec 2023, 11:24 AM

গাইবান্ধায় তিনদিনের শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু হয়েছে।

জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কর্মশালার উদ্বোধন করেন গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসান।

এবারের কর্মশালায় জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সী ২০ জন শিশু অংশ নিয়েছে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আফরিন মিম।

হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা প্রতিনিধি তাজুল ইসলাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাধুকরের সম্পাদক কে এম রেজাউল হক, গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়ক আফতাব হোসেন ও বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা  মো. মেহেদী হাসান।