বরগুনায় শিশু সাংবাদিকদের কর্মশালা শুরু

তিন দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সি ২০ শিশু অংশ নিয়েছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2023, 02:22 PM
Updated : 7 Dec 2023, 02:22 PM

বরগুনায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

ইউনিসেফের সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বৃহস্পতিবার জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে।

কর্মশালা উদ্বোধন করেন বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস। এ ছাড়া বরগুনা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম ও বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন।

কর্মশালা পরিচালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক গোলাম মর্তুজা অন্তু ও বরগুনা প্রতিনিধি মনির হোসেন কামাল।

উদ্বোধন অনুষ্ঠানে শুভ্রা দাস বলেন, শিশুদের অধিকার নিয়ে বেশি বেশি সংবাদ পরিবেশন করতে হবে। শিশুদের নিরাপত্তার জন্য আরও বেশি কাজ করতে হবে।

কর্মশালায় জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সি ১০ জন মেয়ে ও ১০ জন ছেলে অংশ নিয়েছে।