পুলিশ দম্পতিকে অপহরণ করে মুক্তিপণ, এক মাস পর তিনজন গ্রেপ্তার

কাজ শেষে রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহরের বাইপাসে মহিপাল এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ওই দম্পতি।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2024, 02:43 AM
Updated : 2 March 2024, 02:43 AM

ফেনী শহরে এক পুলিশ দম্পতিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনার জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রায় এক মাস আগের এ ঘটনায় রোববার ঢাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সুপার (এসপি) জাকির হাসান জানান।

গ্রেপ্তাররা হলেন- বরগুনার মো. চাঁন মিয়া (৫০), হেকিম হাওলাদার (৪০) এবং বরিশালের বাবুগঞ্জ উপজেলার মকিবুল হাসান (৩০)।

অপহরণের শিকার ওই দম্পতির বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়। তারা চাকরির সুবাদে পিরোজপুরের ভান্ডারিয়া থানায় বসবাস করেন।

সোমবার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ২৮ অগাস্ট সকালে চিকিৎসার জন্য ফেনী শহরের বিরিঞ্চি এলাকায় আসেন ওই দম্পতি। কাজ শেষে রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহরের বাইপাসে মহিপাল এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ওই দম্পতি। এসময় অপহরণকারী চক্রের সদস্যরা কৌশলে একটি মাইক্রোবাসে তাদের উঠিয়ে নেন।

“অপহরণকারীরা ওই দম্পতির কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ সময় ওই দম্পত্তির পকেটে থাকা নগদ টাকা, দুটি মোবাইল ফোন, একজোড়া সোনার কানের দুল মিলে প্রায় এক লাখ ৭ হাজার হাতিয়ে নেন তারা। ”

এসপি আরও বলেন, “পরে পুলিশের পুরুষ সদস্যকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে বিকাশের মাধ্যমে আরও ৮০ হাজার টাকা নেওয়া হয়। রাত ১০টার দিকে তাদের দুজনকে ছেড়ে দেওয়া হয়।”

পরবর্তীতে পথচারীদের সহায়তায় ওই দম্পতি ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হন। ওই ঘটনায় নারী পুলিশ সদস্য বাদী হয়ে অজ্ঞাত ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন।

তথ্য-প্রযুক্তির সহযোগিতায় তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ সুপার ।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]