লকার থেকে মোবাইল, মানিব্যাগ হারানোকে কেন্দ্র করে শিক্ষার্থী ও পার্ক কর্মচারীদের মধ্যে সংঘর্ষ ঘটে।
Published : 14 Feb 2025, 12:09 AM
ঢাকার ধামরাইয়ে একটি বিনোদন কেন্দ্রে আসা শিক্ষার্থীদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষ ও শিক্ষার্থীদের জখম করার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বুধবার গভীর রাতে বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজের শিক্ষক মো. আব্দুল হাই বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন বলে জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম।
গ্রেপ্তাররা হচ্ছেন- মো. রাকিব (২৩), অন্তর (১৮), মো. সুমন (৩১) ও মো. রানা (২৩)। তারা সবাই ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের সিতি এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার সকাল ১০টার দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের সিতি এলাকায় ‘আলাদীন্স পার্কে’ পিকনিকে আসেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট পরিচালিত ‘বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের’ শিক্ষার্থীরা।
পরে পার্কটির লকার থেকে শিক্ষার্থীদের মোবাইল, মানিব্যাগ হারানোকে কেন্দ্র করে বিকাল ৫টার দিকে শিক্ষার্থী ও পার্ক কর্মচারীদের মধ্যে সংঘর্ষ ঘটে।
এ ঘটনায় মামলার বাদী শিক্ষক আব্দুল হাই সাংবাদিকদের বলেন, “আলাদীনস পার্কের লোকজন আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা চালায়। তারা কাঠের লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে।
“এছাড়া ধারালো অস্ত্র দিয়ে তারা শিক্ষার্থীদের উপর হামলা চালালে কয়েকজন শিক্ষার্থী রক্তাক্ত জখম হয়। আহতদের ধামরাই ও সাভারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।”
মামলায় গ্রেপ্তারকৃত আসামি ছাড়াও আলাদীন্স পার্কের মালিক মো. আলাউদ্দিন (৫৭), তার ছেলে পার্কের পরিচালক রিফাত মাহমুদ (৩৫), পার্কের প্রধান প্রশাসনিক কর্মকর্তা নকিবুল হাসান রনি (৪৮), পার্কে কর্মরত আবুল কালাম আজাদ (৩৫)সহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
ওসি মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত ও মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পুরানো খবর
ধামরাইয়ে বিনোদন কেন্দ্রে শিক্ষার্থী-কর্মচারীদের সংঘর্ষ, আহত অন্তত ৬০