গোপালগ‌ঞ্জে চালকলের বয়লার বিস্ফোরণে নিহত ১

বয়লার বিস্ফোরণ হলে ঘরের দেওয়াল ভেঙ্গে ঘুমিয়ে থাকা নুরুল ইসলাম ও সন্তানদের শরীরের ওপর পড়ে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2023, 07:03 AM
Updated : 6 June 2023, 07:03 AM

গোপালগ‌ঞ্জে সদর উপজেলায় চালকলের বয়লার বিস্ফোর‌ণে এক নারী শ্রমিকের স্বামী নিহত হয়েছেন। আহত হয়েছে তাদের দুই সন্তান।

মঙ্গলবার ভোরে হরিদাসপুর ফেরিঘাটের মনোরমা রাইস মিলে এই বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ।

নিহত নূর ইসলাম মোল্লা (৪৫) উপজেলার হরিদাসপুর পূর্ব পাড়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে। তার স্ত্রী নিপা বেগম (২৫) দীর্ঘদিন ধরে ওই রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করছেন। 

বিস্ফোরণে আহত হয়েছে তাদের দুই সন্তান রোমানা (১১) ও মোস্তাকিম (৫) ।

ওসি মাসুদ জানান, রাতে নিপা বেগম দুই সন্তান ও স্বামীকে নিয়ে রাইস মিলের বয়লারের পাশের রুমে ঘুমিয়েছিলেন। ভোর সা‌ড়ে ৫টার দি‌কে হঠাৎ মিলের বয়লার বিস্ফোরণ হলে ঘরের দেওয়াল ভেঙ্গে নুরুল ইসলাম ও সন্তানদের শরীরের উপর পড়ে। এতে ঘটনাস্থ‌লেই নূর ইসলাম নিহত হয়।

খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় নিহত-আহতদের উদ্ধার করে। 

আহত দুই শিশুকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যা বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।