ঝিনাইদহে মাছ চাষি হত্যায় ৫ জনের যাবজ্জীবন

২০০৯ সালে টুলুকে দেশি অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে যায় আসামিরা। 

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2024, 11:46 AM
Updated : 3 March 2024, 11:46 AM

ঝিনাইদহের সদর উপজেলায় ১৫ বছর আগে এক ব্যক্তি হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার ঝিনাইদহের প্রথম অতিরিক্ত জেলা ও  দায়রা জজ আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান।

দণ্ডিতরা হলেন- সদর উপজেলার লাউদিয়া গ্রামের জাহিদুল ইসলাম, খোকন, ইলিয়াস, জসিম এবং সেলিম।

যাবজ্জীবনের পাশাপাশি তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয় রায়ে।

মামলার নথি থেকে জানা যায়, উপজেলার লাউদিয়া গ্রামের শফিকুল ইসলাম টুলু বিভিন্ন লোকের কাছ থেকে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতেন। ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর বিকালে মাছের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। 

এ সময় পথিমধ্যে আসামিরা দেশি অস্ত্র দিয়ে টুলু উপর হামলা চালায়। এতে তিনি মারাত্মক জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এরপর নিহতের ভাই মো. সরফুদ্দিন বাদী হয়ে ৯ জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রোববার তাদেরকে দোষী সাব্যস্ত করে রায় দিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল বলেন, এ মামলা থেকে চারজনকে খালাস দেওয়া হয়েছে।