নওগাঁয় ২ বাইকের সংঘর্ষে বাবা-ছেলে নিহত

আহত হয়েছেন আরও তিনজন, যাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2022, 06:28 PM
Updated : 13 August 2022, 06:28 PM

নওগাঁর মহাদেবপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শিকারপুর এলাকায় নওগাঁ-রাজশাহী সড়কে তারা মারা যান বলে মহাদেবপুর থানার পরিদর্শক আজম উদ্দিন মাহমুদ জানান।

নিহত রথিন (৩৪) ও রাধা কান্ত (৬) জেলার মান্দা উপজেলার সতিহাট এলাকার বাসিন্দা।

দুর্ঘটনায় রথিনের স্ত্রী পূজারানী (৩০), ফাইম হোসেন (১৯) ও রিয়া খাতুন (১৭) নামে তিনজন আহত হয়েছেন।

এলাকাবাসী জানান, সন্ধ্যার দিকে রথিন মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি শিকারপুর থেকে স্ত্রী-সন্তান নিয়ে নিজের বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিকে থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই রথিন মারা যান। আর তার শিশুছেলে মারা যান হাসপাতালে নেওয়ার পর।

দুর্ঘটনায় আহত হন রথিনের স্ত্রী ও সন্তানসহ অপর বাইকের দুই আরোহী। স্থানীয়রা তাদের নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু রাধাকান্তকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক আজম উদ্দিন বলেন, আহত ফাইম ও রিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রথিনের স্ত্রী পূজা রানীকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।