চাঁদপুরে মেঘনা থেকে গাঁজাসহ আটক ৪

স্পিডবোটে থাকা আরও দু’জন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2024, 06:43 AM
Updated : 1 March 2024, 06:43 AM

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ চার জনকে আটক করা হয়েছে, যাদের ‘মাদক কারবারি’ বলছে নৌ পুলিশ। এ সময় একটি স্পিডবোটও জব্দ করা হয়। 

বৃহস্পতিবার রাত ১০টায় নৌ পুলিশের নিয়মিত অভিযানে সদর উপজেলার মেঘনা নদীর বাঁশগাড়ি খাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান চাঁদপুর সদর নৌ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান। 

আটকরা হলেন, ফারুক গাজী (৫০), ইয়াসিন মাতব্বর (৩২), ইলিয়াস হোসেন (২০), সাইফুল ইসলাম (১৯)। তারা বরিশালের হিজলা এলাকার বাসিন্দা। তারা গাঁজা নিয়ে বরিশাল থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল।

ওসি কামরুজ্জামান বলেন, রাতে একটি স্পিডবোট চাঁদপুর সদর উপজেলার বাঁশগাড়ী খালের মুখে আসলে নৌ পুলিশের একটি টিম থামানোর সংকেত দেয়। কিন্তু তারা না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

নৌ পুলিশ ধাওয়া করে স্পিডবোটসহ চারজনকে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দু’জন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ স্পিডবোট থেকে গাঁজা জব্দ করে। 

আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি।