চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ভাড়া নিয়ে থাকা ওই ব্যক্তির ঘর থেকে ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছিল।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2023, 02:21 PM
Updated : 26 Feb 2023, 02:21 PM

চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। যা অনাদায়ে আরও ছয় মাসের কারাবাসে থাকবে হবে।

রোববার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের পিপি বেলাল হোসেন জানান।

দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ্ আল মামুন দামুড়হুদা উপজেলার দশমীপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। 

রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ৯ জুন গোপন সংবাদে দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ভাড়া নিয়ে থাকা আব্দুল্লাহ্ আল মামুনের ঘর থেকে ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে তাকে আটক করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়।

পিপি বেলাল হোসেন জানান, মামলায় আটজনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন।