“ক্ষতবিক্ষত লাশটিতে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অন্তত দুই দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
Published : 08 Nov 2024, 02:11 PM
মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়ল খাঁ নদ থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের কলাতলা বেড়িবাঁধ এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান শিবচর থানার ওসি মোখতার হোসেন।
ওসি মোখতার জানান, সকালে আড়িয়ল খাঁ নদে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেলে এলাকাবাসী প্রথমে নৌ-পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নৌ-পুলিশের সহায়তায় লাশটি উদ্ধার করে।
তিনি বলেন, “অজ্ঞাত পরিচয় যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে নীল রঙের প্যান্ট ছিল।
“ক্ষতবিক্ষত লাশটিতে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অন্তত দুই দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
ওসি আরও বলেন, লাশটি ময়নাতদন্তে জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।