মুন্সীগঞ্জে পাটকলে ‘বিদ্যুৎস্পৃষ্টে’ ২ রডমিস্ত্রি নিহত

নদীতে গোসল করতে যাওয়ার সময় অসাবধানতাবশত একটি সাবমারসিবল পাম্পের তারের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2023, 01:29 PM
Updated : 25 Oct 2023, 01:29 PM

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একটি পাট কলে বিদ্যুৎস্পৃষ্টে দুই রডমিস্ত্রি নিহত হয়েছেন।

শনিবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুরে আনোয়ার জুট মিলে এ ঘটনা ঘটে বলে মো. শাহ আলম নামে ঘটনার প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানান।

নিহতরা হলেন: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জ বিলাসী গ্রামের ছেলে ফরহাদ হোসেনের ছেলে বেলাল হোসেন (১৯) ও একই গ্রামের তাহের তালুকদারের ছেলে আব্দুর রহিম মিয়া (১৬)।

শাহ আলম বলেন, “ওই দুজন আমাদের সাথেই কাজ করত। আমরা আনোয়ার জুট মিলের নতুন ভবনের বেইজে রড বাঁধার কাজ করছিলাম। দুপুরের পর কাজ সাময়িক বন্ধ রেখে কোম্পানির সীমানার ভেতর মেঘনা নদীতে গোসল করতে যাওয়ার সময় অসাবধানতাবশত একটি সাবমারসিবল পাম্পের তারের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হন দুজন।”

তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের চিকিৎসক তাপসী জান্নাত বলেন, “হাসপাতালে আসার আগেই তারা মারা যান। সাথে আসা লোকদের মাধ্যমে জানতে পেরেছি, তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন। লোকজন প্রথমে মারা যাওয়ার দুজনের ভুল ঠিকানা দিয়ে বিভ্রান্ত করতে চেয়েছিল কিন্তু পরে সঠিক ঠিকানা দেয়।”

গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, লাশ বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান জানান, বিকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সাইট প্রকৌশলী নজরুল ইসলাম, কারখানার নিরাপত্তাকর্মী আনোয়ার হোসেন এবং রডমিস্ত্রি শাহ আলমকে আটক করা হয়েছে।

গত ১ সেপ্টেম্বর একই কারখানায় দেয়াল ধসে রুবেল হোসেন (২৫) নামে এক শ্রমিক নিহত হন।

এসব বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানতে কারখানার গেইটে গেলে নিরাপত্তা প্রধান সাদিকুর রহমান বলেন, “কর্তৃপক্ষের কেউ সাংবাদিকদের সাথে কথা বলতে চাচ্ছে না, আর নিহতদের ব্যাপারে আমাদের কাছে বিস্তারিত কোনো তথ্য নেই।”

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]