মনতলা স্টেশনের ১ নম্বর লাইনে বগিটি লাইনচ্যুত হয়। তবে বিকল্প লাইনে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
Published : 24 Dec 2023, 04:11 PM
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম রেলপথের মাধবপুরের মনতলা রেলওয়ে স্টেশনে রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের মাস্টার গৌর প্রসাদ দাস জানান।
তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি; অন্য কোনো ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে না বলে জানান তিনি।
গৌর প্রসাদ বলেন, “তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গল যাচ্ছিল। পথে মনতলা স্টেশনের ১ নম্বর লাইন দিয়ে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে একটি বগি লাইনচ্যুত হয়।
“এতে ১ নম্বর লাইনটি বন্ধ আছে।তবে বিকল্প লাইনে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেললাইনে চলাচলকারী সব ট্রেনের চলাচল স্বাভাবিক আছে।”
এদিকে দুর্ঘটনায় পড়া বগিটি উদ্ধারের চেষ্টা চলছে বলে মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম জানান।