যশোরে ‘ডাকাতির প্রস্তুতির’ সময় আটক ৯ তরুণ, অস্ত্র জব্দ

আটকদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টা ও অস্ত্র আইনে আলাদা দুটি মামলা করা হয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2024, 05:43 PM
Updated : 2 March 2024, 05:43 PM

যশোর সদর উপজেলায় একটি দোকানে ‘ডাকাতির প্রস্তুতি’ নেওয়ার সময় দেশি অস্ত্রসহ নয় তরুণকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার সকালে শহরের রেলওয়ে স্টেশন এলাকার রায়পাড়া থেকে তাদের আটক করা হয় বলে জানান যশোর গোয়েন্দা পুলিশের ওসি রূপন কুমার সরকার।

আটকরা হলেন- শহরের বারান্দি নাথপাড়ার কপিল চন্দ্র সাহা চয়ন (২৯), বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার ইমন মোল্লা (১৯), শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার অয়ন (১৯), বারান্দিপাড়া কদমতলার মুন্না ইসলাম সাগর (২১) ও আমিন, মুড়ুলি জোড়া মন্দির এলাকার হাসিবুর রহমান রাতুল (১৯), রায়পাড়া গোলামপট্টির রাফিদুল ইসলাম রোহান (১৯), নয়ন শেখ (১৯) ও রিফাতুল ইসলাম নিভা (১৯)।

ওসি রূপন সরকার বলেন, গোপন খবর পেয়ে রেলওয়ে স্টেশন পুকুরের দক্ষিণ পাশে একটি দোকানের পেছনে অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তিনটি বার্মিজ টিপ চাকু, একটি চাপট, একটি রাম দা, একটি শাবল ও একটি সেলাই রেঞ্জ জব্দ করা হয় বলে জানান তিনি।

তারা এলাকায় ডাকাতির উদ্দেশে সেখানে জড়ো হয়েছিলেন বলে ভাষ্য পুলিশের।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই নুর ইসলাম বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় ডাকাতির চেষ্টা ও অস্ত্র আইনে আলাদা দুটি মামলা করেছেন।

আটকরা ডাকাতি, চুরি, ছিনতাই ও মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে জানান গোয়েন্দা পুলিশের ওসি রূপন সরকার।