স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানান, ওই পুলিশ সদস্য বাড়ি এসে দুদিন আগে নিখোঁজ হন।
Published : 16 Aug 2024, 04:49 PM
ঢাকার ধামরাইয়ে দুদিন ধরে নিখোঁজ এক পুলিশ সদস্যের বস্তাবন্দি লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে; আটক হয়েছেন তার স্ত্রী।
শুক্রবার দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের কংসপট্রি এলাকার নিজ বাড়ির পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ধামরাই থানার এসআই নাসির উদ্দিন জানান।
নিহত কামরুল হাসান (২৩) ওই এলাকার রোস্তম আলীর পুত্র। তিনি ঢাকায় এপিবিএন-১ এ কর্মরত ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই নাসির উদ্দিন বলেন, “ওই পুলিশ সদস্য নিজ বাড়িতে এসে দুই দিন আগে নিখোঁজ হন। পরিবারের লোকজন তাকে সম্ভাব্য স্থানে খোঁজ করেও পায়নি। শুক্রবার সকালে এলাকাবাসী বাড়ির পাশে জমে থাকা ডোবার পানিতে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ধামরাই থানায় নিয়ে যায়।”
তিনি আরও বলেন, “গত বছর পাশের গ্রামের নার্গিস আক্তারকে (২২) বিয়ে করেন কামরুল। বিয়ের পর থেকে কামরুল ও নার্গিসের মধ্যে বিভিন্ন কারণে দূরত্ব তৈরি হয়। এ ছাড়া পারিবারিক কলহও ছিল। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা খতিয়ে দেখতে নিহত নার্গিসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”
নার্গিস আক্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বরাতে এসআই নাসির উদ্দিন বলেন, “মুখে মাস্ক পরা দুজন লোক কামরুলকে খুন করেছেন বলে তার স্ত্রী দাবি করেছেন।“
ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ধামরাই থানার ওই কর্মকর্তা।