রাফসার শরীরে দুটি বোতল বেঁধে নদীতে নামার কিছুক্ষণ পর বোতলের মুখ খুলে পানি ঢুকলে সে তলিয়ে যায় বলে জানায় মানিকগঞ্জ ফায়ার সার্ভিস।
Published : 25 Sep 2024, 05:16 PM
মানিকগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে সাঁতার শেখাতে গিয়ে পানিতে তলিয়ে যাওয়া মেয়েকে উদ্ধারে গিয়ে বাবাও নিখোঁজ হয়েছেন।
বুধবার সকালে সদর উপজেলার বারাহিরচর গ্রামে এ ঘটনা ঘটে বলে আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান জানান।
নিখোঁজ মহিদুর রহমান (৫০) ও তার মেয়ে রাফসা (১১) ওই এলাকার বাসিন্দা।
ডুবুরি দলের লিডার জাহিদুর রহমান জানান, পেশায় ব্যবসায়ী মহিদুর রহমান তার মেয়েকে সাঁতার শেখাতে বাড়ির পাশে নদীতে যান। রাফসার শরীরে দুটি বোতল বেঁধে নদীতে ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর বোতলের মুখ খুলে পানি ঢুকলে সে তলিয়ে যায়।
মেয়েকে তলিয়ে যেতে দেখে তাকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হন বলে জানান তিনি।
খবর পেয়ে সকাল ১০টা থেকে সিংগাইর উপজেলা ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিস এবং ডুবুরি দলের ১৫ জন তাদের উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছেন বলে জানান জাহিদুর রহমান।
শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের কোনও সন্ধান পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।