বুধবার রাতে মারকাজুন নূর ইন্টারন্যাশনাল মাদরাসার এক ছাত্র টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে তাওহীদের ঝুলন্ত লাশ দেখতে পায়।
Published : 07 Nov 2024, 02:10 PM
কুমিল্লা নগরীতে মাদরাসার টয়লেট থেকে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত পৌনে ৯টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নূর ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কুমিল্লা কোতয়ালি থানার ওসি মহিনুল ইসলাম।
১২ বছর বয়সী তাওহীদ হোসেন ওই মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। তার বাড়ি জেলার চৌদ্দগ্রাম পৌর এলাকার রামরায় গ্রামে। তাওহীদ ওই গ্রামের খোরশেদ আলমের একমাত্র ছেলে।
ওসি মহিনুল বলেন, বুধবার রাতে মারকাজুন নূর ইন্টারন্যাশনাল মাদরাসার এক ছাত্র টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে তাওহীদের ঝুলন্ত লাশ দেখতে পায়। ওই ছাত্র মাদরাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মাদরাসার পরিচালক নজির আহমেদ ফাহিম বলেন, “তাওহীদ কাপড় শুকানোর রশি দিয়ে আত্মহত্যা করেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে সে রশি নিয়ে টয়লেটের দিকে যাচ্ছে।
“তবে কেন এমনটা করেছে- সেটা আমরা জানি না। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে পুলিশ।”
তবে শিশুটি আত্মহত্যা করেছে, নাকি তাকে হত্যা করা হয়েছে- এনিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তারা ঘটনাটি ভালোভাবে তদন্তের দাবি জানিয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে ওসি মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তাওহীদের বাবা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, “আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। আত্মহত্যা করে থাকলে এর নেপথ্যের কারণ জানারও চেষ্টা করছি আমরা।”