ভেলায় চড়ে আসছিল কোটি টাকার আইস, নাফ নদীতে আটকাল বিজিবি

মিয়ানমার থেকে ভেলায় ভাসিয়ে পাচারের সময় কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে পাঁচ কোটি টাকার মাদক আইস আটকের খবর জানিয়েছে বিজিবি।

টেকনাফ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2022, 06:45 AM
Updated : 7 July 2022, 07:13 AM

বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার জইল্যার দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে মাদকের চালানটি আটক করা হয় বলে ২ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান।

তিনি বলেন, “মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন খবরে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে অবস্থান নেয়। এক পর্যায়ে মিয়ানমারের দিক থেকে ককশিটের তৈরি ভেলায় করে দুইজন ব্যক্তিকে সীমান্ত অভিমুখে আসতে দেখে ট্রলারে করে তাদের ধাওয়া করে বিজিবি। এ সময় ওই দুজন নদীতে লাফিয়ে পড়ে এবং সাঁতরে মিয়ানমারের দিকে চলে যায়।”

পরে ভেলাটি উদ্ধার করে তার ওপরে থাকা কারেন্ট জালে মোড়ানো ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৮০ লাখ টাকা বলে বিজিবি কর্মকর্তা খালিদের ভাষ্য।