ময়মনসিংহে ‘প্রেমিকের মাকে পুড়িয়ে মেরে প্রেমিকার’ বাবা-মা গ্রেপ্তার

ময়মনসিংহে এক নারীকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যা মামলার এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2022, 12:38 PM
Updated : 6 July 2022, 12:38 PM

জেলা পিবিআই দপ্তর থেকে বুধবার দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহ শহরের ৩১ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার খোকন মিয়া ওরফে কাজল ও তার স্ত্রী নাসিমা আক্তার কনা।

মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, খোকন-নাসিমার মেয়ের সঙ্গে প্রতিবেশী সিরাজুল ইসলামের প্রেমের সম্পর্ক হয়। এ নিয়ে গত ২৮ জুন সালিশ হওয়ার কথা ছিল। সালিশের আগে ওই দিন সকালে সিরাজুলের বাসায় যান মেয়েপক্ষের কয়েকজন। তারা সিরাজুলের মায়ের ওপর নির্যাতন চালান এবং হাত-পা বেঁধে পেট্রোল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেন।

এতে সিরাজুলের মা লাইলী বেগম গুরুতর দগ্ধ হন। তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, পরে সেখান থেকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ওই দিনই তার মৃত্যু হয়।

ঘটনার পর লাইলীর স্বামী আবদুর রশিদ আটজনের নামে মামলা করেন।

গ্রেপ্তারকৃরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জেলা পিবিআই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানিয়েছেন।